Ajker Patrika

ছাগল চরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২২, ১৮: ৫১
ছাগল চরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

পাবনার ভাঙ্গুড়ায় ছাগল ও ভেড়া চরাতে গিয়ে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুস সোবহান ওরফে লোবান আলী (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উপজেলার দিলপাশার বাওনজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লোবান আলী উপজেলার বেতুয়ান বাওনজান পাড়া গ্রামের মমতাজ আলী প্রামাণিকের ছেলে। 

এলাকাবাসীরা জানান, ছাগল ও ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করতেন বৃদ্ধ লোবান আলী। প্রতিদিনের মতো রেললাইনের ধারে ছাগল-ভেড়া চরাতে নিয়ে যান তিনি। পশুগুলো রেললাইনের ধারে ছেড়ে দিয়ে সেখানে বসে ছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন লোবান আলী। 

স্থানীয় ইউপি সদস্য সাহেব আলী বলেন, ছাগল ও ভেড়া পালন করে সংসার চালাতেন লোবান আলী। বর্তমানে তাঁর ৩২টি ছাগল ও ভেড়া রয়েছে। ছাগল-ভেড়া চরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরুন অর রশীদ মৃধা বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দাফনের জন্য মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত