Ajker Patrika

সাংবাদিকদের ইজিবাইক চালকদের সঙ্গে তুলনা, হাসপাতাল তত্ত্বাবধায়ককে অপসারণের দাবি 

নওগাঁ প্রতিনিধি
সাংবাদিকদের ইজিবাইক চালকদের সঙ্গে তুলনা, হাসপাতাল তত্ত্বাবধায়ককে অপসারণের দাবি 

সাংবাদিকদের ইজিবাইক চালকদের সঙ্গে তুলনা করে ইতর প্রাণী বলে কটূক্তি করার অভিযোগে নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরীকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় জেলা সাংবাদিক ইউনিয়ন এবং জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়কের অপসারণসহ হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালমুক্ত করার দাবি জানান। বিভিন্ন সময় সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। আগামী ৭ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক স্বেচ্ছায় কর্মস্থল ছেড়ে না গেলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। 

জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বলেন, ‘বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৪ মাসে ৩ জনেরও বেশি সাংবাদিক হাসপাতালে লাঞ্ছিত হয়েছেন। বিষয়টি নিয়ে গত শনিবার দুপুরে তত্ত্বাবধায়কের কার্যালয়ে আলোচনা করতে যায় জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সেখানে সাংবাদিক নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে দেশের সকল সাংবাদিককে ইজিবাইক চালকদের সঙ্গে তুলনা করে ইতর প্রাণী বলে কটূক্তি করেন তত্ত্বাবধায়ক।’ 

মানববন্ধনে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ ও আশরাফুল নয়নসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা বক্তব্য রাখেন। 

অভিযোগের বিষয়ে জানতে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি কল রিসিভ করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

ফ্লাইট এক্সপার্ট: গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়েছেন এমডি

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত