ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ রোববার রাত ৮টার দিকে এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।
স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে কয়েকজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। আগামীকাল সোমবার বিকেল ৫টায় শরৎনগর বাজার এলাকায় এ কর্মসূচি পালনের কথা। একই জায়গায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘একই জায়গায় দুটি রাজনৈতিক দল কর্মসূচি ডাকায় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। তাই আগামীকাল সকাল ৬ থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হীরক বলেন, ‘দলীয় কর্মসূচি স্থগিতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘বিএনপি-জামায়াত যে কর্মসূচি দিয়েছে তা অযৌক্তিক। তাই আমরা দেশের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম।’
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ রোববার রাত ৮টার দিকে এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।
স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে কয়েকজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। আগামীকাল সোমবার বিকেল ৫টায় শরৎনগর বাজার এলাকায় এ কর্মসূচি পালনের কথা। একই জায়গায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘একই জায়গায় দুটি রাজনৈতিক দল কর্মসূচি ডাকায় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। তাই আগামীকাল সকাল ৬ থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হীরক বলেন, ‘দলীয় কর্মসূচি স্থগিতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘বিএনপি-জামায়াত যে কর্মসূচি দিয়েছে তা অযৌক্তিক। তাই আমরা দেশের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
২০ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
২২ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৩২ মিনিট আগে