Ajker Patrika

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।

ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।

নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত