নাটোর প্রতিনিধি
নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।
ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।
ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৩ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
৬ মিনিট আগেহাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে বগুড়ার কুন্দারহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে