Ajker Patrika

বৃষ্টির পানি বন্ধ করতে টিনের চালে মিস্ত্রি, নিচে চলছে এইচএসসি পরীক্ষা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৭: ০১
বৃষ্টির পানি বন্ধ করতে টিনের চালে মিস্ত্রি, নিচে চলছে এইচএসসি পরীক্ষা

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের কক্ষে বৃষ্টির পানি পড়া বন্ধ করতে টিনের চালে কাজ করছিলেন মিস্ত্রি। হাতুড়ি-বাটালের শব্দে পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ায় মিস্ত্রিকে নামিয়ে আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।

পরীক্ষাকেন্দ্রের ১০২ নম্বর কক্ষের পরীক্ষার্থী জারিন, রত্না, তৌহিদুল সাজু বলে, ‘পরীক্ষা শুরুর দিন থেকে বৃষ্টি। বৃষ্টি হলেই টিনের ফুটো দিয়ে ভেতরে পানি পড়ে। গত দুই পরীক্ষায় টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টি পড়ায় পরীক্ষা দিতে সমস্যা হয়। শরীর ও খাতা ভিজে যায়। তাই টিনের চালের ফুটো বন্ধ করতে আজ মিস্ত্রি দিয়ে মেরামত কাজ করা হচ্ছিল। তাতে টিন ও হাতুড়ি-বাটালের শব্দে আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছিল। তাই পরীক্ষা শুরুর ১০-১৫ মিনিট পর সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। আজ এখনো বৃষ্টি হয়নি। আমরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছি।’

আজ বৃহস্পতিবার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের পাঁচটি কক্ষের সবই টিনশেড। এর মধ্যে ১০২ নম্বর কক্ষে টিনের চালে ফুটো রয়েছে। যেখানে বৃষ্টি নামলেই ভেতরে পানি পড়ে।

বৃষ্টির পানি বন্ধ করতে টিনের চালে মিস্ত্রি। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রের সব কক্ষই ভালো আছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। তবে একটি কক্ষে টিনের চালে ফুটো রয়েছে। পরীক্ষা শুরুর আগেই তা মেরামত করে নিয়েছি। এখন আর সমস্যা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত