Ajker Patrika

বিগত সরকারের অনিয়ম খুঁজতে রাবির সত্যানুসন্ধান কমিটি

রাবি প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে (২০০৯-২০২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি-অনিয়ম এবং জুলাই অভ্যুত্থানে নির্যাতন-হয়রানির তথ্য উদ্‌ঘাটনের জন্য সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি হয়েছেন সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি, অনিয়ম ও বঞ্চনা এবং বিশেষত ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত বিভিন্ন নির্যাতন ও হয়রানি সম্পর্কে তথ্য উদ্‌ঘাটনের জন্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি ও সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘সত্যানুসন্ধান কমিটি ২০০৯ সাল থেকে ২৪-এর আগস্ট পর্যন্ত সব অনিয়ম ও অব্যবস্থাপনা খতিয়ে দেখবে। বিগত সরকারের আমলে যারা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তির সুপারিশ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত