Ajker Patrika

শিবগঞ্জে আ. লীগের ২ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে আ. লীগের ২ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যার ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে থানায় এই মামলা দায়ের করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।’ 

গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলায় প্রধান আসামি করা হয়েছে নয়লাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এদিকে হত্যাকাণ্ডের পর শিবগঞ্জ থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হককে গ্রেপ্তার করেছে। 

গত বৃহস্পতিবার খুন হন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন। তাঁদেরকে হাতবোমা ফাটিয়ে, গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত