Ajker Patrika

গলায় কম্পিউটারের তার প্যাঁচানো স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ১৬: ৩৮
গলায় কম্পিউটারের তার প্যাঁচানো স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার চাটমোহরে গলায় কম্পিউটারের তার প্যাঁচানো সাজন ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত সাজন আফ্রাতপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে এবং চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাজনের মা তাকে পড়ালেখা নিয়ে বকা দেয়। অভিমানে সে সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে কম্পিউটারের তার পেঁচিয়ে আত্মহত্যা করে। অনেক ডাকাডাকির পর তাকে না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। পরে চাটমোহর থানা-পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত