রাজবাড়ী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের পরই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে আয়োজিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে একটি নতুন ব্যবস্থা কায়েমের জন্য। কিন্তু এখন কেউ কেউ নতুন ব্যবস্থার দাবি ভুলে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে। তিনি আরও বলেন, সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য উচ্চকক্ষে আনুপাতিক হারে আসন বণ্টন করতে হবে।
নাহিদ আরও বলেন, ‘দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা জুলাই পদযাত্রার কর্মসূচি নিয়েছি। কিন্তু গোপালগঞ্জে সেই শান্তিপূর্ণ পদযাত্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডারা হামলা করেছে। কিন্তু এই হামলায় আমরা ভীত নই। আমরা আমাদের পদযাত্রা অব্যাহত রাখব।’
এদিকে আজ বিকেলে রাজবাড়ীর রেলগেটে শহীদ স্মৃতি চত্বরে জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, ‘আমরা আমাদের শত্রু চিহ্নিত করতে পেরেছি—মুজিববাদ। ওই মুজিববাদ আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, মানুষ গুম, খুন করেছে এই মুজিব আদর্শের মাধ্যমে। মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। মুজিববাদদের হাত থেকেও আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি সন্ত্রাসী সংগঠন। ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারব না। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, আইনিভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে পরাস্ত করতে হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের পরই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে আয়োজিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে একটি নতুন ব্যবস্থা কায়েমের জন্য। কিন্তু এখন কেউ কেউ নতুন ব্যবস্থার দাবি ভুলে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে। তিনি আরও বলেন, সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য উচ্চকক্ষে আনুপাতিক হারে আসন বণ্টন করতে হবে।
নাহিদ আরও বলেন, ‘দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা জুলাই পদযাত্রার কর্মসূচি নিয়েছি। কিন্তু গোপালগঞ্জে সেই শান্তিপূর্ণ পদযাত্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডারা হামলা করেছে। কিন্তু এই হামলায় আমরা ভীত নই। আমরা আমাদের পদযাত্রা অব্যাহত রাখব।’
এদিকে আজ বিকেলে রাজবাড়ীর রেলগেটে শহীদ স্মৃতি চত্বরে জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, ‘আমরা আমাদের শত্রু চিহ্নিত করতে পেরেছি—মুজিববাদ। ওই মুজিববাদ আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, মানুষ গুম, খুন করেছে এই মুজিব আদর্শের মাধ্যমে। মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। মুজিববাদদের হাত থেকেও আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি সন্ত্রাসী সংগঠন। ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারব না। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, আইনিভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে পরাস্ত করতে হবে।’
নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্যাফেটেরিয়া, হল ক্যানটিন ও আশপাশের দোকানগুলোর বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বাসি ও অরুচিকর খাবারকে মুখরোচক করতে ব্যবহৃত হচ্ছে...
৫ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
৪১ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগে