বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছে সাব্বির (১৮) নামের এক তরুণ। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে একই গ্রামের সাব্বিরের প্রেমের সম্পর্ক হয়। ২০২১ সালে দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের বাড়ি ফিরিয়ে আনেন। পরে ২০২৪ সালে আবার তারা পালিয়ে নোটারি পাবলিক করে বিয়ে করে।
তখন এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় অপহরণের অভিযোগ করেন। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে মেয়ে ও ছেলের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গতকাল রাতে মেয়ের সঙ্গে দেখা করতে আসে সাব্বির। তখন মেয়ের বাবা ও স্বজনেরা সাব্বিরকে আটক করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন এবং কোমরে একটি খেলনার পিস্তল গুঁজে দেন।
এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছে সাব্বির (১৮) নামের এক তরুণ। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে একই গ্রামের সাব্বিরের প্রেমের সম্পর্ক হয়। ২০২১ সালে দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের বাড়ি ফিরিয়ে আনেন। পরে ২০২৪ সালে আবার তারা পালিয়ে নোটারি পাবলিক করে বিয়ে করে।
তখন এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় অপহরণের অভিযোগ করেন। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে মেয়ে ও ছেলের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গতকাল রাতে মেয়ের সঙ্গে দেখা করতে আসে সাব্বির। তখন মেয়ের বাবা ও স্বজনেরা সাব্বিরকে আটক করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন এবং কোমরে একটি খেলনার পিস্তল গুঁজে দেন।
এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোট প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবনের ভরাডুবি হচ্ছে। ভোররাত ৪টা পর্যন্ত ঘোষিত ১০ কেন্দ্রের ফলাফলের কোনটিতে তিনি প্রথম কিংবা দ্বিতীয় হতে পারেননি।
১৪ মিনিট আগেআজ ১৭ অক্টোবর (১ কার্তিক) শুক্রবার আধ্যাত্মিক সাধক বাউলসম্রাট লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস। এ বছরই প্রথম এই আয়োজন হবে রাষ্ট্রীয়ভাবে। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা।
১৭ মিনিট আগেচিকিৎসক ও জনবলসংকটে ব্যাহত হচ্ছে পাবনার একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। ছয় দশকের পুরোনো হাসপাতালটিতে বেশির ভাগ পদই শূন্য। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। অন্যদিকে নিরাপত্তাব্যবস্থা না থাকায় হাসপাতালের ছাদে চলে মাদকসেবীদের আড্ডা। এতে নিরাপত্তাহীনতায় ভোগেন নার্সসহ নারী কর্মীরা।
১৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটের মাঠে নেমে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহিন বিশ্বাস এষা। শুরু থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার ফোকাস ছিল ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোটের এই এজিএস প্রার্থীর দিকে। তবে ভোটের ফলাফলে তিনি লড়াই জমাতে পারছেন না।
৩৭ মিনিট আগে