রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে গিয়ে অন্য রকম অভ্যর্থনা পেলেন এনসিপির নেত্রী ডা. তাসনীম জারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা উপস্থিত ছিলেন। তিনি খালেদ সাইফুল্লাহর স্ত্রী। খালেদ সাইফুল্লাহর বাবার বাড়ি রাজবাড়ীতে।
পথসভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্য শুরুর আগে তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সাড়ায় সারজিস আলম বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ এ সময় সভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
তাসনীম জারা তাঁর বক্তব্যে বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত।’
রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তাসনীম জারা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চায়।’ তিনি সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, ‘যে সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, রাষ্ট্রের বাহিনী দিয়ে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধান আমরা রাখব না। সংবিধান হবে সব নাগরিকের।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ জেলা ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী। পদযাত্রা শেষে নেতারা মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন।
রাজবাড়ীতে গিয়ে অন্য রকম অভ্যর্থনা পেলেন এনসিপির নেত্রী ডা. তাসনীম জারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা উপস্থিত ছিলেন। তিনি খালেদ সাইফুল্লাহর স্ত্রী। খালেদ সাইফুল্লাহর বাবার বাড়ি রাজবাড়ীতে।
পথসভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্য শুরুর আগে তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সাড়ায় সারজিস আলম বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ এ সময় সভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
তাসনীম জারা তাঁর বক্তব্যে বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত।’
রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তাসনীম জারা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চায়।’ তিনি সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, ‘যে সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, রাষ্ট্রের বাহিনী দিয়ে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধান আমরা রাখব না। সংবিধান হবে সব নাগরিকের।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ জেলা ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী। পদযাত্রা শেষে নেতারা মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন।
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের পাঁচটি হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার বাদীকে খুঁজে না পাওয়া, একাধিক থানায় একই ঘটনার মামলা দায়ের এবং ঘটনাস্থল থানার বাইরে হওয়ায় এই প্রতিবেদন দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলশানের কালাচাঁদপুরে কলেজ ছাত্র রাফসান সামি হত্যার ঘটনায় অভিযুক্ত সৎ ভাই জানে আলমের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বারিধারা ডিওএইচএস মোড়ে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে গণ-অনশনে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর নিচে গণ-অনশনে বসেন সাতজন শিক্ষার্থী। এর আগে একই দাবিতে দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে