নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেয়ারাবাগান ও ভাসমান হাটে ঘুরতে আসা যুবকদের নৌকা থেকে লাউড স্পিকার (সাউন্ডবক্স) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ঐতিহ্যবাহী পেয়ারার হাট ও বাগানে বেড়াতে এসে কেউ যেন লাউড স্পিকারে গানবাজনা চালিয়ে পরিবেশের ক্ষতি না করেন, সে জন্য সবাইকে সতর্ক করেন আদালত।
আজ শুক্রবার (১ আগস্ট) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ। তিনি বলেন, ‘বরিশালের বিখ্যাত এই ভাসমান পেয়ারার হাটে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। কিন্তু কেউ কেউ উচ্চ শব্দে গান বাজানোসহ অশালীন অঙ্গভঙ্গি করে ট্রলারে ঘুরতে এসে পরিবেশ নষ্ট করেন। পর্যটকদের সহযোগিতায় এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই আমাদের লক্ষ্য। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, আগামী দিনেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে এবং যাঁরা নিয়ম ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরাও প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, অতিরিক্ত শব্দের কারণে শুধু প্রকৃতি নয়, বাগানের উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ছে। তা ছাড়া কিছু তরুণ-তরুণী ট্রলার করে ঘুরতে এসে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচ-গান করেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই প্রশাসনের এই অভিযান অনেক সুফল বয়ে আনবে।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেয়ারাবাগান ও ভাসমান হাটে ঘুরতে আসা যুবকদের নৌকা থেকে লাউড স্পিকার (সাউন্ডবক্স) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ঐতিহ্যবাহী পেয়ারার হাট ও বাগানে বেড়াতে এসে কেউ যেন লাউড স্পিকারে গানবাজনা চালিয়ে পরিবেশের ক্ষতি না করেন, সে জন্য সবাইকে সতর্ক করেন আদালত।
আজ শুক্রবার (১ আগস্ট) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ। তিনি বলেন, ‘বরিশালের বিখ্যাত এই ভাসমান পেয়ারার হাটে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। কিন্তু কেউ কেউ উচ্চ শব্দে গান বাজানোসহ অশালীন অঙ্গভঙ্গি করে ট্রলারে ঘুরতে এসে পরিবেশ নষ্ট করেন। পর্যটকদের সহযোগিতায় এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই আমাদের লক্ষ্য। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, আগামী দিনেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে এবং যাঁরা নিয়ম ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরাও প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, অতিরিক্ত শব্দের কারণে শুধু প্রকৃতি নয়, বাগানের উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ছে। তা ছাড়া কিছু তরুণ-তরুণী ট্রলার করে ঘুরতে এসে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচ-গান করেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই প্রশাসনের এই অভিযান অনেক সুফল বয়ে আনবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নে বর্তমানে ১০ হেক্টর জমিতে ৮০ জন কৃষক মাছের ঘেরে অমৌসুমী তরমুজ চাষ করেছেন। কৃষকদের বীজ, সার, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। মাছের ঘেরের আইলের ওপর গাছ রোপন ও ঘেরে পানির ওপর মাচা হওয়ায় বাড়তি জমি নষ্ট...
৩৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটের দিন ঘনিয়ে আসছে। সব প্যানেলের প্রচার কার্যক্রম এখন তুঙ্গে। প্রচারের পাশাপাশি পর্দার আড়ালে সমঝোতাও চলছে প্রার্থীদের মধ্যে। যার ফল হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নিজেই
৪২ মিনিট আগেনান্দাইল-হোসেনপুর সড়কের নান্দাইল অংশে ৮ কিলোমিটার সড়ক জুড়ে শত শত ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক জুড়ে এসব খানাখন্দে বৃষ্টির পানি জমে কোথাও এক ফুট, কোথাও ৫ ফুট আবার কোথাও বিশাল অংশ জুড়ে তৈরি হওয়া গর্তে পানি জমে পুকুরের আকার ধারণ করেছে। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক, যাত্রীসহ দুই উপজেলার...
১ ঘণ্টা আগেউপজেলার সন্তোষপুর গ্রামের আব্দুর রহমান জানান, প্রায় ১২ বছর আগে লতা খালের ওপর একতা ডিগ্রি কলেজের সামনে একটি লোহার সেতু নির্মাণ করে লতা ইউনিয়ন পরিষদ। নির্মাণের ২ বছরের মধ্যে দুটি খুটি দেবে মাঝখানে নিচু হয়ে যায়। কয়েক বছর আগে সেতুটিতে ২/৩টি বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে সেতুতে অটোরিকশা, ভ্যান চলাচল বন্ধ..
১ ঘণ্টা আগে