পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগে দুই শিশুকে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকার নতুন স্লুইসগেটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নির্যাতনের পর শিশুদের হাতে মাছ ধরিয়ে ছবি তোলা হয়। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী দুই শিশু হচ্ছে জেলার মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা গ্রামের কাশেম হাওলাদারের ছেলে (১০) এবং গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের হারুন প্যাদার ছেলে (১৪)। তাদের মধ্যে ১৪ বছর বয়সী শিশুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে।
স্বজনদের বরাতে জানা গেছে, গত রোববার রাতে ওই দুই শিশু স্থানীয় জেলে জয়নাল খাঁর সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিল। রাত গভীর হলে তারা নৌকায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি তাদের ধরে তাঁর আড়তে নিয়ে যান। অভিযোগ ওঠে, তারা আড়ত থেকে প্রায় ১০টি ইলিশ চুরি করেছে। এরপর তাদের হাত-পা বেঁধে মারধর করা হয় এবং দুপুরে রোদে বসিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়। শুধু তাই নয়, হাতে মাছ ধরিয়ে ছবি তোলা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে শিশুদের বেঁধে রাখা অবস্থায় দেখতে পান। এ সময় ইউপি সদস্য হাসান সরদার ও মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় স্বজনদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য হাসান সরদার বলেন, ‘শিশুরা আড়ত থেকে মাছ চুরি করেছে। আমি খবর পেয়ে গিয়েছিলাম। পরে মাছের দাম ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। তাদের মারধর করা হয়নি।’
মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি বলেন, ‘ওরা আমার আড়ত থেকে মাছ চুরি করেছে। পালাতে চাইলে হাত-পা বেঁধে রাখা হয়। এর আগেও তারা মাছ চুরি করেছিল, তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। এবার প্রমাণ হিসেবে ছবি তোলা হয়েছে।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগে দুই শিশুকে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকার নতুন স্লুইসগেটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নির্যাতনের পর শিশুদের হাতে মাছ ধরিয়ে ছবি তোলা হয়। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী দুই শিশু হচ্ছে জেলার মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা গ্রামের কাশেম হাওলাদারের ছেলে (১০) এবং গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের হারুন প্যাদার ছেলে (১৪)। তাদের মধ্যে ১৪ বছর বয়সী শিশুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে।
স্বজনদের বরাতে জানা গেছে, গত রোববার রাতে ওই দুই শিশু স্থানীয় জেলে জয়নাল খাঁর সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিল। রাত গভীর হলে তারা নৌকায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি তাদের ধরে তাঁর আড়তে নিয়ে যান। অভিযোগ ওঠে, তারা আড়ত থেকে প্রায় ১০টি ইলিশ চুরি করেছে। এরপর তাদের হাত-পা বেঁধে মারধর করা হয় এবং দুপুরে রোদে বসিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়। শুধু তাই নয়, হাতে মাছ ধরিয়ে ছবি তোলা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে শিশুদের বেঁধে রাখা অবস্থায় দেখতে পান। এ সময় ইউপি সদস্য হাসান সরদার ও মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় স্বজনদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য হাসান সরদার বলেন, ‘শিশুরা আড়ত থেকে মাছ চুরি করেছে। আমি খবর পেয়ে গিয়েছিলাম। পরে মাছের দাম ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। তাদের মারধর করা হয়নি।’
মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি বলেন, ‘ওরা আমার আড়ত থেকে মাছ চুরি করেছে। পালাতে চাইলে হাত-পা বেঁধে রাখা হয়। এর আগেও তারা মাছ চুরি করেছিল, তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। এবার প্রমাণ হিসেবে ছবি তোলা হয়েছে।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনার তৃতীয় দিনেও গুদাম থেকে ধোঁয়া উড়ছে। তবে আগামীকাল শুক্রবারের মধ্যে ধোঁয়া কমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনের (বিসিআইসি) বিশেষজ্ঞ দলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভা
৩৪ মিনিট আগেসাদা পাথর লুটের মামলার অন্যতম আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলফু মিয়া ও তাঁর ছেলে সিলেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সিলেটের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ৩৪, ৪০ ও ৬০ বছর।
২ ঘণ্টা আগেসিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়। অভিযানে রেলস্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী
৩ ঘণ্টা আগে