পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে গুলির শব্দ শোনার পর আজ বুধবার সকালে সীমান্তের ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত আক্কাস তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর সীমান্ত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। সকালে সীমান্তের ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তিনি দুই সন্তানের জনক। স্থানীয় শালবাহান হাটে গরুর ব্যবসা করতেন তিনি।
তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ লাশ নিয়ে গেছে।’
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার শেষ রাতে স্থানীয়রা গুলির শব্দ পায়। রাতে আইনুলকে তাঁর পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে আজ বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে আইনুলের লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, ‘বিএসএফ যুবকের লাশ নিয়ে গেছে। তাই আইনি প্রক্রিয়া ছাড়া দু-এক দিনের মধ্যে লাশ আনার সুযোগ নেই। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।’
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের শূন্যরেখায় একটি লাশ দেখা যায়। লাশ শনাক্তের পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলছে।’
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে গুলির শব্দ শোনার পর আজ বুধবার সকালে সীমান্তের ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত আক্কাস তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর সীমান্ত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। সকালে সীমান্তের ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তিনি দুই সন্তানের জনক। স্থানীয় শালবাহান হাটে গরুর ব্যবসা করতেন তিনি।
তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ লাশ নিয়ে গেছে।’
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার শেষ রাতে স্থানীয়রা গুলির শব্দ পায়। রাতে আইনুলকে তাঁর পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে আজ বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে আইনুলের লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, ‘বিএসএফ যুবকের লাশ নিয়ে গেছে। তাই আইনি প্রক্রিয়া ছাড়া দু-এক দিনের মধ্যে লাশ আনার সুযোগ নেই। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।’
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের শূন্যরেখায় একটি লাশ দেখা যায়। লাশ শনাক্তের পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলছে।’
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে মা-বাবা হত্যার মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুর ৯ মাসের শিশুকন্যা সিদরাতুল মুনতাহা রাইসা ও তার মা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ‘দাঁড়িপাল্লায় নীরবে ভোট দিয়ে’ এক নীরব বিপ্লব ঘটাবে। সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেই ইঙ্গিতই দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
১ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
৬ ঘণ্টা আগেহঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। শঙ্কা দেখা দিচ্ছে সেশনজটসহ নানা সংকটের।
৬ ঘণ্টা আগে