হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আটজন আহত হয়েছেন। আহত চারজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুলের পশ্চিম পাশে রাস্তার মাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. রাহুল (২০), মো. রাসেল (৩৮), মো. মেরাজ (৩০) ও আলাউদ্দিন জাহের। গুরুতর আহত আলাউদ্দিন জাহেরকে ঢাকায় পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানস্থলে ও পুলিশ টহলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য বলীর পুলের রাস্তার মাথায় ভিড় করছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর গ্রুপের কর্মীরা। কিন্তু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর গ্রুপের সমর্থকদের সঙ্গে সেখানে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ‘অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তার মাথায় সবাই জড়ো হলে সেখানে তানভীর হায়দারের সমর্থক খোকন ও সুমনের নেতৃত্বে আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়।’
তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার হামলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতারা উপস্থিত হচ্ছিলেন। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী-সমর্থকদের অনুষ্ঠানে আসার পথে বাধা দিচ্ছিল আলমগীরের লোকজন। এতে কর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর আক্রমণ চালানো হয়। এতে আমার চার কর্মী আহত হয়।’
ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আটজন আহত হয়েছেন। আহত চারজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুলের পশ্চিম পাশে রাস্তার মাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. রাহুল (২০), মো. রাসেল (৩৮), মো. মেরাজ (৩০) ও আলাউদ্দিন জাহের। গুরুতর আহত আলাউদ্দিন জাহেরকে ঢাকায় পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানস্থলে ও পুলিশ টহলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য বলীর পুলের রাস্তার মাথায় ভিড় করছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর গ্রুপের কর্মীরা। কিন্তু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর গ্রুপের সমর্থকদের সঙ্গে সেখানে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ‘অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তার মাথায় সবাই জড়ো হলে সেখানে তানভীর হায়দারের সমর্থক খোকন ও সুমনের নেতৃত্বে আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়।’
তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার হামলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতারা উপস্থিত হচ্ছিলেন। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী-সমর্থকদের অনুষ্ঠানে আসার পথে বাধা দিচ্ছিল আলমগীরের লোকজন। এতে কর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর আক্রমণ চালানো হয়। এতে আমার চার কর্মী আহত হয়।’
গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর রেলিংয়ে অস্বাভাবিক পরিমাণে ফাঁকা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু দিয়ে হেঁটে চলাচলকারীরা। চলতি বছরের ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সেতু দেখতে আসেন স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
২ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিট ভবনে আলাদাভাবে কারাবন্দী রোগীদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করছে সরকার। কারাগারে আটক হাজতি ও কয়েদিদের চিকিৎসা কার্যক্রম চালাতে ভবনটির ছাদে ‘প্রিজন অ্যানেক্স’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেজমি বিক্রি ও ধারদেনা করে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৫ যুবক অবৈধভাবে ইতালির উদ্দেশে বাড়ি ছেড়েছেন তিন-চার মাস আগে। মানব পাচার চক্র তাঁদের ইউরোপের দেশটিতে পাঠানোর জন্য প্রথমে লিবিয়ার উপকূলীয় শহর ত্রিপোলিতে নিয়ে যায়।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির ও আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
২ ঘণ্টা আগে