Ajker Patrika

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭ ডাকাত কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭ ডাকাত কারাগারে

নোয়াখালীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০ রাউন্ড গুলি, পাইপগান, দুটি চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পৃথকস্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন—চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের মনির হোসেন (৪৫), তাঁর স্ত্রী জুলখো আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম খলিল (২১), আবুল কালাম (২২), রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কামাল উদ্দিন (৪৫)। 

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ডাকাতির ঘটনায় সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল রাতে সদরের চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, জাবেদ ও কামালকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তাঁরা আরও কয়েকজন ডাকাত সদস্যের তথ্য দিলে বোবারকান্দি দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে মনির ও জুলেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। 
 
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

আজকের রাশিফল: তরকারিতে লবণ বেশি হলেই তুলকালাম বাধাবেন না

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ