নোয়াখালী হাতিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে নিজ বাড়িতে পালিয়ে থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে বহিষ্কার হয়েছেন তাঁতি দলের সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা তাঁতি দলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
নোয়াখালী হাতিয়া থেকে সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে আলাউদ্দিনের শ্বশুর বাড়ি থেকে তাঁকে আটক করে হাতিয়া থানা পুলিশ।