Ajker Patrika

পরীক্ষার্থী মোটে তিনজন, এবারও এইচএসসি পাস করেনি কেউ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৬
পরীক্ষার্থী মোটে তিনজন, এবারও এইচএসসি পাস করেনি কেউ

নেত্রকোনার কলমাকান্দায় ‘কলমাকান্দা মহিলা কলেজ’ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থী এবারও পাস করতে পারেননি। ২০১৯ সালে কলেজটি প্রতিষ্ঠার পর প্রথম পরীক্ষায় গত বছর অংশ নিয়েও এই তিনজন অকৃতকার্য হয়েছিলেন। কলেজটিতে এখন পর্যন্ত শিক্ষার্থীও এই তিনজনই।

কলমাকান্দা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কলমাকান্দা শহরের ধানমহাল এলাকায় ‘কলমাকান্দা মহিলা কলেজ’ নামে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এর প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদের স্ত্রী সেলিনা আক্তার কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। কলেজে অধ্যক্ষসহ চার-পাঁছজন শিক্ষক রয়েছেন। তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করার পর আর কেউ ভর্তি হয়নি। পরপর দুই বছর ওই তিন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও তাঁরা পাস করতে পারেননি। 

স্থানীয়রা বলেন, এটি শুধু নামে মাত্র কলেজ। পর্যাপ্ত অবকাঠামো নেই। নেই শিক্ষার পরিবেশ। তাই এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হয় না। 

প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে অ্যাফিলিয়েশন পায়। দুই বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এই তিন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছিল। এবারও তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে। 

অনুমোদন পাওয়ার পর কলেজটি থেকে ২০২১ সালে প্রথম এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থী না থাকায় তা আর হয়নি। কলেজের নামের সঙ্গে স্কুল থাকলেও এখন পর্যন্ত স্কুলে ভর্তি শুরু হয়নি। 

এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলে প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বলেন, ‘আমার স্ত্রী এই কলেজের অধ্যক্ষ। তাই আমার বক্তব্যই তাঁর বক্তব্য। আলাদাভাবে অধ্যক্ষের বক্তব্য নিতে হবে না।’ 

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘কলমাকান্দায় মহিলা কলেজ আছে এটা আমার জানা নেই। আপনার কাছ থেকেই প্রথম জানলাম। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আহত মাদ্রাসাশিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আহত মাদ্রাসাশিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত হয়েছেন। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত শিক্ষকেরা হলেন নজরুল ইসলাম (৫৫), ওসমান গনি (৩৫), আব্দুল জলিল (৪৫), মাসুদ আলম (৬০), আহমদ আলী (৪৫), রুহুল আমিন (৪৫), আব্দুল হাদী (৩২), রেজাউল ইসলাম (৩৫), শাহ আলম (৫৫), নুরুল ইসলাম (৫০), মো. শাহাবুদ্দিন (৩০), মোরশেদ আলম (৪৫), রুবিনা আক্তার (৩৮), আরিফুর রহমান(৩৫), আজিজুলহক (৩৫), কুলসুম আক্তার (৩৫), শাহ আলম (৪৫), আব্দুস সালামসহ (৪১) অনেকে।

ঢামেকে আহত কয়েকজন শিক্ষক জানান, তাঁরা ১৭ দিন ধরে প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। আজকে দুপুরে বিক্ষোভ-মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন তাঁরা। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। এতে প্রায় অর্ধশত শিক্ষক আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, প্রেসক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপরের দিকে শিক্ষকেরা বিক্ষোভ-মিছিল নিয়ে প্রেসক্লাবের পাশে সচিবালয়ের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে স্বামী হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।

সরেজমিনে জানা যায়, এক মাস আগে নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে আব্দুল করীম সাঁথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর মেয়ে তানজিলা খাতুনকে বিয়ে করেন। গত সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তানজিলা তাঁর স্বামীকে ওষুধ খাওয়ান। এর কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল, পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নবী মণ্ডল বলেন, ‘রাতে আমার ছেলেকে কৃমির ওষুধ খাওয়ানোর কথা বলে গ্যাস ট্যাবলেট খাওয়ানো হয়েছে। এরপর পেটে ব্যথা শুরু হয়। নুরজাহান হাসপাতালের ডাক্তার দেখার পরে খাজা ইউনুস হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সেখানে নিয়ে গেলে আমার ছেলে মারা যায়।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, এখনো কোনো মামলা হয়নি। গৃহবধূকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মেট্রোরেল নিরাপত্তা বিধি মেনেই চলছে: ডিএমটিসিএল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান মেনেই চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ বুধবার ডিএমটিসিএল পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল সম্পূর্ণ নিরাপদভাবে চলাচল করছে। যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

রাজধানীর ফার্মগেটে গত রোববার মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং পরিদর্শনের পর পুনরায় চালু করা হয়।

ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা দুর্ঘটনার কারণ শনাক্ত ও প্রতিরোধমূলক পদক্ষেপের সুপারিশ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বেরোবি কেন্দ্রীয় ও হল সংসদে অনুমোদন হয়েছে যেসব পদ

বেরোবি প্রতিনিধি 
বেরোবি কেন্দ্রীয় ও হল সংসদে অনুমোদন হয়েছে যেসব পদ

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ বিধিমালা অনুমোদন করার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়।‌

বিধিমালা অনুযায়ী, বেরোবি কেন্দ্রীয় সংসদের ১৫টি পদ থাকবে। এর মধ্যে ১৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং অন্য দুই পদে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য থাকবেন সংসদের সভাপতি ও কোষাধ্যক্ষ থাকবেন কোষাধ্যক্ষ পদে।

প্রজ্ঞাপনে অনুমোদিত যে ১৩টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে, পদগুলো হলো—সহসভাপতি; সাধারণ সম্পাদক; সহসাধারণ সম্পাদক; মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক; বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক; ক্যারিয়ার ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক; সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক; ক্রীড়া ও সমাজসেবাবিষয়ক সম্পাদক; পরিবহন সম্পাদক; প্রকাশনা ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য।

বিধিমালা অনুযায়ী হল সংসদে পদাধিকার বলে সংশ্লিষ্ট হল শিক্ষার্থী সংসদের সভাপতি হবেন হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টদের মধ্য থেকে হল সংসদের সভাপতি একজনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেবেন। অন্য ৯ পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।

হল সংসদের যে ৯ পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে: সহসভাপতি; সাধারণ সম্পাদক; সহসাধারণ সম্পাদক; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনাবিষয়ক সম্পাদক; স্বাস্থ্য, পরিবেশ ও পাঠকক্ষ সম্পাদক; ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য তিনজন।

শিক্ষার্থীদের দাবি, নভেম্বরের মধ্যেই যেন নির্বাচন সম্পন্ন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আগামী শনিবারের (১ নভেম্বর) মধ্যে নির্বাচন কমিশন গঠন করার কাজ চলছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল প্রতিষ্ঠা করা হয়। ১৭ বছর শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ছাত্র সংসদ অনুমোদনের খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে বিরাজ করছে উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত