Ajker Patrika

নেত্রকোনায় মগড়া নদী থেকে দাদি-নাতনির লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলা মগড়া নদী থেকে এক বৃদ্ধা ও তাঁর নাতনির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে বের হয়েছিলেন। আজ বুধবার সকালে নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার খলিশাউড়া ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও তাঁর নাতনি লিজা আক্তার (৭)।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফাতেমা বেগম তাঁর শিশু নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামের উদ্দেশে রওনা দেন। তাঁদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। কিন্তু দীর্ঘ সময়েও তাঁরা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তাঁর ভাই লিটন মিয়াকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেন।

রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের লাশ নদীতে ভাসতে দেখেন তাঁর স্বজনেরা। এ সময় সাত বছরের লিজাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নদীতে জাল ফেলে রাত পৌনে ১টার দিকে লিজার লাশ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় কোনোভাবে ভারসাম্য হারিয়ে তাঁরা পানিতে পড়ে মারা যান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত