Ajker Patrika

নেত্রকোনায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যা, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০১
নেত্রকোনায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যা, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যার অভিযোগে করা মামলায় মো. শাহজাহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকার ধামরাই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহজাহান পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার ফজরের নামাজের ইমামতি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা হাসিম উদ্দিনকে (৬৫) কিলঘুষি দেন শাহজাহান। তাতে ঘটনাস্থলেই হাসিম উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যান শাহজাহান।

এ ঘটনায় নিহত হাসিম উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে শাহজাহানকে একমাত্র আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মাওলানা শামীম হোসেন। তাঁর অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক (৩৫)। মঙ্গলবার ফজরের নামাজ পড়ানোর সময় ইমাম অনুপস্থিত ছিলেন। এ সময় আজিজুল হক নামাজ পড়াতে গেলে চাচাতো ভাই শাহজাহান মিয়া তাতে আপত্তি তোলেন। আজিজুল ও শাহজাহানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজিজুলের পেছনে নামাজ না পড়ে মসজিদের বারান্দায় একা নামাজ আদায় করেন শাহজাহান। 

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আজিজুল ও শাহজাহানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আজিজুলের বাবা হাসিম উদ্দিন উভয়কে থামতে বললে শাহজাহান তাঁর ওপর চড়াও হন। কথা-কাটাকাটির একপর্যায়ে হাসিম উদ্দিনকে বেধড়ক কিলঘুষি মারেন শাহজাহান। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শাহজাহান এলাকা ছেড়ে পালিয়ে গেলে তাঁকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত