লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে সাবেক কৃষক লীগ নেতা মো. হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক হিসেবে গোপালপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু দায়িত্ব পেয়েছেন।
গত বুধবার (১৮ জুন) রাতে দলটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুমোদিত ২৪ জনের কমিটি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
আজ রোববার (২২ জুন) কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির বলেন, ‘২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি জেলা কৃষক লীগের সদস্য ছিলাম। বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি আমাকে জেলা কৃষক লীগের সদস্য বানিয়েছিলেন। ২০১৭ সালের পর আমি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনেও যুক্ত ছিলাম না। ৫ আগস্টের পর নাটোরে দলীয় অফিসে সাক্ষাৎ করেছিলাম। তাঁরা আমার কথাবার্তা শুনে আসন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলেছিলেন। তবে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ছিল না। দায়িত্ব যখন পেয়েছি, সঠিকভাবে তা পালন করতে চাই। আমি উপজেলার নেঙ্গপাড়া গ্রামের বাসিন্দা ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করি।’
কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রান্টু গোপালপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘২০১৯ সালে জাতীয় পার্টি থেকে আমি পদত্যাগ করি। ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলাম। দল (এনসিপি) কর্তৃক অর্পিত সব দায়িত্ব পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
এ বিষয়ে নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক এস এম জার্জিস কাদির জানান, বিষয়টি তিনি এইমাত্র অবহিত হলেন। তিনি বলেন, ‘আমাদের নাটোর জেলা কমিটি গত শুক্রবার (২০ জুন) রাতে অনুমোদন করা হয়েছে। এর আগেই লালপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যদি কোনো ফ্যাসিস্ট কোনোভাবে যুক্ত হয়ে থাকেন, তাহলে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে।’
অনুমোদিত ২৪ সদস্যের উপজেলা কমিটিতে একজন প্রধান সমন্বয়কারী, ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
নাটোরের লালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে সাবেক কৃষক লীগ নেতা মো. হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক হিসেবে গোপালপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু দায়িত্ব পেয়েছেন।
গত বুধবার (১৮ জুন) রাতে দলটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুমোদিত ২৪ জনের কমিটি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
আজ রোববার (২২ জুন) কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির বলেন, ‘২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি জেলা কৃষক লীগের সদস্য ছিলাম। বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি আমাকে জেলা কৃষক লীগের সদস্য বানিয়েছিলেন। ২০১৭ সালের পর আমি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনেও যুক্ত ছিলাম না। ৫ আগস্টের পর নাটোরে দলীয় অফিসে সাক্ষাৎ করেছিলাম। তাঁরা আমার কথাবার্তা শুনে আসন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলেছিলেন। তবে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ছিল না। দায়িত্ব যখন পেয়েছি, সঠিকভাবে তা পালন করতে চাই। আমি উপজেলার নেঙ্গপাড়া গ্রামের বাসিন্দা ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করি।’
কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রান্টু গোপালপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘২০১৯ সালে জাতীয় পার্টি থেকে আমি পদত্যাগ করি। ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলাম। দল (এনসিপি) কর্তৃক অর্পিত সব দায়িত্ব পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
এ বিষয়ে নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক এস এম জার্জিস কাদির জানান, বিষয়টি তিনি এইমাত্র অবহিত হলেন। তিনি বলেন, ‘আমাদের নাটোর জেলা কমিটি গত শুক্রবার (২০ জুন) রাতে অনুমোদন করা হয়েছে। এর আগেই লালপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যদি কোনো ফ্যাসিস্ট কোনোভাবে যুক্ত হয়ে থাকেন, তাহলে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে।’
অনুমোদিত ২৪ সদস্যের উপজেলা কমিটিতে একজন প্রধান সমন্বয়কারী, ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
৮ মিনিট আগেস্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ও বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আষাড়িয়ার চর ও ঝাউচর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
১৩ মিনিট আগেরাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি এয়ারপোর্ট রোডে উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের যোগাযোগও বন্ধ হয়ে যায়।
১৭ মিনিট আগে