বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় কয়েক বছর ধরে ক্রমাগত আমের দাম কমে যাওয়ায় লোকসানে প্রায় ৭৫০ বিঘা জমির পুরোনো ও কম উৎপাদনশীল জাতের আমবাগান কেটে ফেলা হয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, আমবাগান কেটে ফেলা জমির পরিমাণ হাজার বিঘা ছাড়িয়ে যাবে।
স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৯ হাজার ২০০ বিঘা আমবাগান রয়েছে। এর মধ্যে চলতি বছর পুরোনো ও কম উৎপাদনশীল জাতের প্রায় ৭৫০ বিঘা আমবাগান কাটা হয়েছে। তার বিপরীতে ৩৬৫ বিঘা জমিতে আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের আমগাছ লাগানো হয়েছে। আর বাকি জমিতে কুল, পেয়ারা, কলা, ড্রাগন ও সবজি চাষ করা হয়েছে।
উপজেলার পাকা ইউনিয়নে সবচেয়ে বেশি আমবাগান কাটা হয়েছে। এ ছাড়া জামনগর, বাগাতিপাড়া সদর, দয়ারামপুর, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন ও পৌরসভায়ও কম-বেশি আমবাগান কাটা হয়েছে। এর মধ্যে লক্ষণভোগ, ফজলি ও লেংড়া জাতের আমগাছ বেশি টাকা হচ্ছে।
স্থানীয় আমচাষিরা জানিয়েছেন, কয়েক বছরে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় বাগানের পরিচর্যা খরচ বেড়েছে। অন্যদিকে কমেছে আমের দাম। ১৪-১৫ বছর আগে যে আম হাজার-বারো শ টাকা মণ বিক্রি হয়েছে, কয়েক বছর ধরে সেই আম বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। তাই সেই জমিতে অন্য ফসল চাষ করা হচ্ছে।
শালাইনগর গ্রামের মেহেদি হাসান বলেন, কয়েক বছর ধরে ক্রমাগত আমের দাম কমতে থাকায় লোকসানে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই বাধ্য হয়ে সম্প্রতি সাড়ে ১১ বিঘা জমির আমবাগান কেটে বিভিন্ন জাতের ফসল চাষ করেছেন। মেহেদি হাসান আরও বলেন, তাঁদের পাকা ইউনিয়নেই চলতি বছর প্রায় ৩০০ বিঘার বেশি জমির আমবাগান কেটেছেন চাষিরা।
চকগোয়াস এলাকার লিটন আলী বলেন, আমবাগানের পরিচর্যা খরচ দিনে দিনে বেড়েছে। পক্ষান্তরে আমের দাম কমেছে। ফলে বাগানের চেয়ে অন্য যেকোনো ফসল চাষ লাভজনক। তাই তিনি চার বিঘা জমির আমবাগান কেটে ২৭ হাজার টাকা বিঘা হারে লিজ দিয়েছেন।
তমালতলা এলাকার বাণিজ্যিক ফলচাষি আব্দুল বারি বলেন, চলতি বছর তিনি ড্রাগন, পেয়ারা, কুল, কলাসহ উচ্চফলনশীল ফল চাষের জন্য পাকা ইউনিয়নের চকতকিনগর মাঠে সদ্য আমবাগান কাটা প্রায় ২৪ বিঘা জমি লিজ নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায় আজকের পত্রিকাকে বলেন, মূলত অনেক পুরোনো ও কম উৎপাদনশীল জাতের আমবাগানে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান না হওয়ায় সেগুলো কেটে ফেলছেন। পক্ষান্তরে ওই সব জমিতেই ড্রাগন, পেয়ারা, কুলসহ উচ্চফলনশীল এবং বাণিজ্যিকভাবে লাভজনক ফল চাষ করছেন।
নাটোরের বাগাতিপাড়ায় কয়েক বছর ধরে ক্রমাগত আমের দাম কমে যাওয়ায় লোকসানে প্রায় ৭৫০ বিঘা জমির পুরোনো ও কম উৎপাদনশীল জাতের আমবাগান কেটে ফেলা হয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, আমবাগান কেটে ফেলা জমির পরিমাণ হাজার বিঘা ছাড়িয়ে যাবে।
স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৯ হাজার ২০০ বিঘা আমবাগান রয়েছে। এর মধ্যে চলতি বছর পুরোনো ও কম উৎপাদনশীল জাতের প্রায় ৭৫০ বিঘা আমবাগান কাটা হয়েছে। তার বিপরীতে ৩৬৫ বিঘা জমিতে আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের আমগাছ লাগানো হয়েছে। আর বাকি জমিতে কুল, পেয়ারা, কলা, ড্রাগন ও সবজি চাষ করা হয়েছে।
উপজেলার পাকা ইউনিয়নে সবচেয়ে বেশি আমবাগান কাটা হয়েছে। এ ছাড়া জামনগর, বাগাতিপাড়া সদর, দয়ারামপুর, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন ও পৌরসভায়ও কম-বেশি আমবাগান কাটা হয়েছে। এর মধ্যে লক্ষণভোগ, ফজলি ও লেংড়া জাতের আমগাছ বেশি টাকা হচ্ছে।
স্থানীয় আমচাষিরা জানিয়েছেন, কয়েক বছরে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় বাগানের পরিচর্যা খরচ বেড়েছে। অন্যদিকে কমেছে আমের দাম। ১৪-১৫ বছর আগে যে আম হাজার-বারো শ টাকা মণ বিক্রি হয়েছে, কয়েক বছর ধরে সেই আম বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। তাই সেই জমিতে অন্য ফসল চাষ করা হচ্ছে।
শালাইনগর গ্রামের মেহেদি হাসান বলেন, কয়েক বছর ধরে ক্রমাগত আমের দাম কমতে থাকায় লোকসানে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই বাধ্য হয়ে সম্প্রতি সাড়ে ১১ বিঘা জমির আমবাগান কেটে বিভিন্ন জাতের ফসল চাষ করেছেন। মেহেদি হাসান আরও বলেন, তাঁদের পাকা ইউনিয়নেই চলতি বছর প্রায় ৩০০ বিঘার বেশি জমির আমবাগান কেটেছেন চাষিরা।
চকগোয়াস এলাকার লিটন আলী বলেন, আমবাগানের পরিচর্যা খরচ দিনে দিনে বেড়েছে। পক্ষান্তরে আমের দাম কমেছে। ফলে বাগানের চেয়ে অন্য যেকোনো ফসল চাষ লাভজনক। তাই তিনি চার বিঘা জমির আমবাগান কেটে ২৭ হাজার টাকা বিঘা হারে লিজ দিয়েছেন।
তমালতলা এলাকার বাণিজ্যিক ফলচাষি আব্দুল বারি বলেন, চলতি বছর তিনি ড্রাগন, পেয়ারা, কুল, কলাসহ উচ্চফলনশীল ফল চাষের জন্য পাকা ইউনিয়নের চকতকিনগর মাঠে সদ্য আমবাগান কাটা প্রায় ২৪ বিঘা জমি লিজ নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায় আজকের পত্রিকাকে বলেন, মূলত অনেক পুরোনো ও কম উৎপাদনশীল জাতের আমবাগানে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান না হওয়ায় সেগুলো কেটে ফেলছেন। পক্ষান্তরে ওই সব জমিতেই ড্রাগন, পেয়ারা, কুলসহ উচ্চফলনশীল এবং বাণিজ্যিকভাবে লাভজনক ফল চাষ করছেন।
রংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
৩১ মিনিট আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
৩৫ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে