লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।
উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, সিম ও মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. রাজু আলী (২৮), পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়েজিদ (১৯), শান্ত আহমেদ (১৯), মো. সোহান আলী (২০) ও মো. আব্দুল লতিফ ওরফে জালামিন (২২)।
লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নওপাড়া ও পানসিপাড়া গ্রামের একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে আটক করে তারা। অভিযানে তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ২২টি দামি মোবাইল, ৭০টির অধিক মোবাইল সিম কার্ড, ৪০ পিস ইয়াবা, শুকনো গাঁজা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও কণ্ঠস্বর পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাঁরা ইমো হ্যাকিং ও ব্যাংক রিসিট জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ইমো হ্যাকার চক্রগুলো সাধারণ মানুষ ও প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা সুরক্ষা আইনে থানায় দুটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে হ্যাকার চক্রের তিন সদস্যকে আটক করেছিল যৌথ বাহিনী। সেনাবাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। হ্যাকার, ব্যাংক রিসিট জালিয়াতি চক্র ও মাদক কারবারি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।
উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, সিম ও মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. রাজু আলী (২৮), পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়েজিদ (১৯), শান্ত আহমেদ (১৯), মো. সোহান আলী (২০) ও মো. আব্দুল লতিফ ওরফে জালামিন (২২)।
লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নওপাড়া ও পানসিপাড়া গ্রামের একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে আটক করে তারা। অভিযানে তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ২২টি দামি মোবাইল, ৭০টির অধিক মোবাইল সিম কার্ড, ৪০ পিস ইয়াবা, শুকনো গাঁজা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও কণ্ঠস্বর পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাঁরা ইমো হ্যাকিং ও ব্যাংক রিসিট জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ইমো হ্যাকার চক্রগুলো সাধারণ মানুষ ও প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা সুরক্ষা আইনে থানায় দুটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে হ্যাকার চক্রের তিন সদস্যকে আটক করেছিল যৌথ বাহিনী। সেনাবাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। হ্যাকার, ব্যাংক রিসিট জালিয়াতি চক্র ও মাদক কারবারি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।
সিরাজগঞ্জের কামারখন্দে র্যাব-১২-এর সদস্যদের ধাওয়ায় পানিতে ডুবে মোহাম্মদ শাওন (২২) নামের এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।
৯ মিনিট আগেকক্সবাজারের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের বাধা দেওয়ার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। আজ রোববার কক্সবাজার সদর মডেল থানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদীবন্দরের পোর্ট অফিসার মোহাম্মদ আবদুল
১৮ মিনিট আগেটেকনাফে অপহরণের তিন দিন পর দুই কৃষক ও প্রতিবন্ধী কিশোরকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় পাহাড়ের জমিদারঘোনা নামের এলাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। এর আগে তিনজনকে ওই এলাকায় রেখে যায় অপহরণকারীরা।
২৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থ
১ ঘণ্টা আগে