Ajker Patrika

ভাগনে-ভাতিজাকে আটকে রেখে পোশাকশ্রমিককে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় ভাগনে-ভাতিজাকে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারী (৪০) এ ঘটনায় আজ সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শরীফ (২৭), ফয়সাল ও পটুয়াখালীর বাউফল উপজেলার মিজান। তাঁদের মধ্যে শরীফ ও মিজানকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বিধবা ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থাকেন। সঙ্গে ছিলেন তাঁর ভাগনে ও ভাতিজা। অভিযুক্ত শরীফ ওই বাড়ির দেখভালকারী ও মিজান ভাড়াটিয়া।

রোববার রাতে হঠাৎ ধাক্কা দিয়ে শরীফ দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসামিরা ভেতরে প্রবেশ করেন। পরে ওই নারীকে রান্নাঘরে আটকে ধর্ষণ করেন শরীফ ও ফয়সাল। আর বাসায় থাকা তাঁর ভাগনে ও ভাতিজাকে আটকে রাখেন মিজান। পরে তাঁরা সবাইকে হত্যার হুমকি দিয়ে সরে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ এবং দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...