Ajker Patrika

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আনোয়ারা বেগম হত্যা মামলায় তাঁর স্বামী মানিক পাটোয়ারীকে (৫৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন। এ সময় মানিক পাটোয়ারী আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পুলিশের পরিদর্শক কাইউম খান মামলার রায়ের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার নথি অনুযায়ী ২০২৩ সালে পারিবারিক কলহের জেরে আনোয়ারা বেগমকে হত্যা করেন মানিক। এই ঘটনায় তাঁদের মেয়ে স্বর্ণালী আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম মাসুম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আদালতের রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদ আখতারকে একহাত নিলেন লাকি আলী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ