নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের ভেতর দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদী একসময় ছিল স্রোতস্বিনী। কিন্তু দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় নদীটি এখন মৃতপ্রায়। ঢেকে গেছে কচুরিপানার চাদরে। তবে এবার নদীটির প্রাণ ফিরিয়ে আনতে পরিষ্কার অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রজাকপুর মহল্লায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভাও হয়। সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমা সহ অন্যরা বক্তব্য দেন। পরে তুলসীগঙ্গা নদী পরিষ্কার অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার রজাকপুর এলাকায় তুলসীগঙ্গা সেতু দুই পাশে নদীজুড়ে যেন ময়লার স্তূপ। সেতুর নিচে প্রচুর বর্জ্য ফেলা হয়েছে। এ ছাড়া নদীটি কচুরিপানায় ঢেকে আছে। প্রতিনিয়ত বর্জ্য ফেলায় ঢেকে গেছে নদীর পানি। এসব ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য হাতল, কাস্তে ও দা হাতে নদীর প্রাণ ফেরাতে অংশ নিয়েছে বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবী।
৬টি দলে বিভক্ত হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই পরিষ্কার অভিযান। অভিযানে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের সদস্যারাও অভিযানে অংশ নেন।
আয়োজকেরা জানান, এ বছর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের ৬৪ জেলার ৬৪টি খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় তুলসীগঙ্গা নদীর প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করা হবে। এতে পানিতে থাকা জলজ প্রাণীদের বসবাস করা অনেকটা সহজ হবে অন্যদিকে নদীর স্বাভাবিক যে গতিপথ তা ফিরে পাবে।
নওগাঁর তুলসীগঙ্গা ও ছোট যমুনা নদী বাঁচাতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।
জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা বলেন, নদীকে বাঁচাতে হলে নদীর স্বাভাবিক গতিপথ বা প্রবাহ ঠিক রাখতে হবে। দখল ও দূষণ রোধ করতে হবে। নদীর গতিপথের মুখ বন্ধ রেখে বাঁচানো সম্ভব হয়। নদীর প্রাণ ফেরাতে এই উদ্যোগকে স্বাগত জানান তিনি।
নওগাঁ শহরের ভেতর দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদী একসময় ছিল স্রোতস্বিনী। কিন্তু দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় নদীটি এখন মৃতপ্রায়। ঢেকে গেছে কচুরিপানার চাদরে। তবে এবার নদীটির প্রাণ ফিরিয়ে আনতে পরিষ্কার অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রজাকপুর মহল্লায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভাও হয়। সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমা সহ অন্যরা বক্তব্য দেন। পরে তুলসীগঙ্গা নদী পরিষ্কার অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার রজাকপুর এলাকায় তুলসীগঙ্গা সেতু দুই পাশে নদীজুড়ে যেন ময়লার স্তূপ। সেতুর নিচে প্রচুর বর্জ্য ফেলা হয়েছে। এ ছাড়া নদীটি কচুরিপানায় ঢেকে আছে। প্রতিনিয়ত বর্জ্য ফেলায় ঢেকে গেছে নদীর পানি। এসব ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য হাতল, কাস্তে ও দা হাতে নদীর প্রাণ ফেরাতে অংশ নিয়েছে বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবী।
৬টি দলে বিভক্ত হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই পরিষ্কার অভিযান। অভিযানে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের সদস্যারাও অভিযানে অংশ নেন।
আয়োজকেরা জানান, এ বছর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের ৬৪ জেলার ৬৪টি খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় তুলসীগঙ্গা নদীর প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করা হবে। এতে পানিতে থাকা জলজ প্রাণীদের বসবাস করা অনেকটা সহজ হবে অন্যদিকে নদীর স্বাভাবিক যে গতিপথ তা ফিরে পাবে।
নওগাঁর তুলসীগঙ্গা ও ছোট যমুনা নদী বাঁচাতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।
জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা বলেন, নদীকে বাঁচাতে হলে নদীর স্বাভাবিক গতিপথ বা প্রবাহ ঠিক রাখতে হবে। দখল ও দূষণ রোধ করতে হবে। নদীর গতিপথের মুখ বন্ধ রেখে বাঁচানো সম্ভব হয়। নদীর প্রাণ ফেরাতে এই উদ্যোগকে স্বাগত জানান তিনি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
৪ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৪২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে