ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন প্রকৌশলীকে মারধরের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ শাখা। উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল ও তাঁর লোকজন ওই হামলা চালায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান এ বি এম ফারুক হোসেন, কাউন্সিলর ইন্দ্রজিৎ দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান ও হাতেম আলীকে গ্রেপ্তার না করে পুলিশ অন্য তিন আসামিকে গ্রেপ্তার করেছে। দ্রুত চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা।
গত ৩ এপ্রিল তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের হাতেম আলীর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা তিন প্রকৌশলী সৈকত মাহমুদ, আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেলকে মারধর করেন। এ ঘটনার পরদিন তারাকান্দা থানায় প্রকৌশলী সৈকত মাহমুদ বাদী হয়ে মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রকৌশলীদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন প্রকৌশলীকে মারধরের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ শাখা। উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল ও তাঁর লোকজন ওই হামলা চালায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান এ বি এম ফারুক হোসেন, কাউন্সিলর ইন্দ্রজিৎ দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান ও হাতেম আলীকে গ্রেপ্তার না করে পুলিশ অন্য তিন আসামিকে গ্রেপ্তার করেছে। দ্রুত চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা।
গত ৩ এপ্রিল তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের হাতেম আলীর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা তিন প্রকৌশলী সৈকত মাহমুদ, আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেলকে মারধর করেন। এ ঘটনার পরদিন তারাকান্দা থানায় প্রকৌশলী সৈকত মাহমুদ বাদী হয়ে মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রকৌশলীদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে