Ajker Patrika

নকলায় বাসের ধাক্কায় পিকআপচালক নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৮: ৫৫
নকলায় বাসের ধাক্কায় পিকআপচালক নিহত

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলম মিয়া (৪০) নামের এক পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-শেরপুর মহাসড়কের গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলম মিয়া উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তাঁর তিনটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মার্কেটিং কোম্পানির পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে পিকআপ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপচালক আলম মিয়া ও তাঁর সহকারী সজীব মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে আলম মারা যান।

সজীব বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আলমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নকলা থানায় মামলা হয়েছে। পুলিশ বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত