Ajker Patrika

দুর্গাপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত
জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত বছরের ২৩ ডিসেম্বর উপজেলার ঝানজাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলামের বাড়ি উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছোট ছেলে।

দুর্ঘটনার পর জহিরুলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরই সহকর্মী রুয়েল মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, নির্মাণাধীন ভবনের তিনতলায় সাপ্লাইয়ের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন জহিরুল। তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রুয়েল মিয়া বলেন, ‘ওই দিন আমি চারতলায় কাজ করছিলাম। জহিরুল তিনতলায় একাই কাজ করছিল। আমি যে গ্রেনডিং মেশিনে কাজ করছিলাম তার শব্দে আশপাশের কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ আমাদের এক সহকর্মী এসে বলল জহিরুল নিচে পড়ে গেছে। তাৎক্ষণিক মেশিন বন্ধ করে নিচে গিয়ে দেখি জহিরুলের এই অবস্থা।’

প্রতিবেশী মাসুদুর রহমান বলেন, ‘তিন ভাইয়ের মাঝে জহিরুল সবার ছোট ছিল। দুর্ঘটনার ১৫ দিন আগে তার বিয়ে করা বউ বাড়িতে এনেছিল। জহিরুলের মৃত্যুর খবর শুনে তার বাবা-মা-ভাইয়েরা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাদ আসর নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত