Ajker Patrika

দুই আ.লীগ নেতাকে হারিয়ে মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত নেতা

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২২: ২৫
দুই আ.লীগ নেতাকে হারিয়ে মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত নেতা

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন মো. ফকরুজ্জামান মতিন। তিনি উপজেলা বিএনপির সদস্যসচিব ছিলেন। পৌর নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন কেনায় তাঁকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের দুই নেতা।

আজ শনিবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় গণনার পর বকশীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এই ফলাফল ঘোষণা করেন। 

গণনা শেষে পাওয়া তথ্যে জানা গেছে, নারকেলগাছ প্রতীকের প্রার্থী ফকরুজ্জামান মতিন পেয়েছে ৮ হাজার ৫৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবাইল প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট। আর পৌর যুবলীগের আহ্বায়ক ও জগ প্রতীকের প্রার্থী নজরুল সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট। চতুর্থ অবস্থানে থাকা আনোয়ার হোসেন বাহাদুর তালুকদার পেয়েছেন ১ হাজার ৬৯৫ ভোট। 

এ বারের বকশীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ছিল ৩৫ হাজার ৫১৮ জন। ১২টি কেন্দ্রে ৪ জন মেয়র প্রার্থী ও ২৬ জন কাউন্সিলর প্রার্থী এবং ১০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত