Ajker Patrika

ময়মনসিংহে হাজার হেক্টর জমিতে শসার চাষ

প্রতিনিধি
ময়মনসিংহে হাজার হেক্টর জমিতে শসার চাষ

ময়মনসিংহ: ময়মনসিংহে ২০২০-২১ মৌসুমে শসা চাষের লক্ষ্যমাত্রা ৯৫০ হেক্টর নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৯৮৫ হেক্টর জমিতে। রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় শসার ফলনও ভালো হয়েছে। গরম এবং রমজানের কারণে বাজারে ভালো দামও পাচ্ছেন কৃষকরা।

ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা গেছে, ময়মনসিংহের সবগুলো উপজেলাতেই কমবেশি শসার চাষ হয়েছে। এর মধ্যে সদর, তারাকান্দা ও ফুলপুর উপজেলার কয়েকটি মাঠে গিয়ে দেখা গেছে, অনেক খেত থেকে শসা তোলা হচ্ছে।

তারাকান্দা উপজেলার রায়জান গ্রামের কৃষক আলাল মিয়া জানান, এক একর জমিতে শসা চাষ করেছেন। ফলনও পেয়েছেন ভালো। প্রতি মণ শসা বিক্রি করছেন এক হাজার থেকে ১২শ টাকা।

ফুলপুর উপজেলার কৃষক রফিক মিয়া বলেন, তিনি ৩২ শতক জমিতে শসা চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। গত দু'দিন ধরে শসা তুলে বিক্রি করছেন। প্রতি মণ শসা তিনি ১২শ টাকায় বিক্রি করছেন ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, এবার আবহাওয়া ভালো ছিল। বেশি রোগবালাই হয়নি। ফলন ভালো হয়েছে। বাজারে শসার দামও ভালো পাওয়ায় কৃষকরা খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত