Ajker Patrika

ময়মনসিংহে নির্বাচনী ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় আহত ইউএনও 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ০৯: ৩৬
ময়মনসিংহে নির্বাচনী ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় আহত ইউএনও 

নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স। আজ বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ফুলপুরের হরিরামপুর এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ইউএনওর গাড়ি। এ ঘটনায় আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইউএনওর দেহরক্ষী আল-আমিন হোসেন বলেন, `নির্বাচনী ব্যালট কেন্দ্রে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও স্যার গুরুতর আহত হন। স্যারকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়ে গেলেও তাঁর সহকারী মামুনকে আটক করা হয়েছে।’

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদ বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ফুলপুরের হরিরামপুর নামক এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসটি বেপরোয়া গতিতে আসায় এ দুর্ঘটনা হয়েছে। 

উপপরিদর্শক কামাল আহমেদ আরও বলেন, গাড়িতে থাকা ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস রেখে চালক পালিয়ে গেছেন। গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত