Ajker Patrika

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৮: ৫৯
পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাঁরা জুয়াড়ি ও মাদক কারবারি।

গতকাল বুধবার রাতে উপজেলার তারানি এলাকা থেকে জুয়া খেলার সময় ৯ জন ও পৌর শহরের নালিতাবাড়ী বাজার এলাকা থেকে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

জুয়া খেলার সময় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালাকুমা এলাকার আকরাম হোসেন (২৫), আফজাল হোসেন (২৭), হুমায়ুন (৩২), তোফাজ্জল হোসেন (৩৪), তারানি এলাকার মামুন মিয়া (২৬), নুরুল হক (৩২), শাহ আলম (৩৮), শহিদুল ইসলাম (৩৫) ও সাইম মিয়া (২১)।

এদিকে মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শহরের আড়াইআনী এলাকার সাবির হোসেন শান্ত (২৪) ও ফজলুল হকের ছেলে রবিউল হাসান (২৪)।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তারানি এলাকায় একটি বসতঘর থেকে জুয়া খেলার সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত