Ajker Patrika

আটপাড়ায় বিলে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়ায় গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভিকচান মিয়া অরফে ভিক্কু মিয়া (৩৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার এসআই ইদ্রিস আলী।

এর আগে গতকাল রাতে কৈলং গ্রামে গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়। ভিক্কু মিয়া একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভিক্কু মিয়া গতকাল সন্ধ্যার পর গণেশের হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা ধারণা করেন পাশের পাড়ায় ইসলামিক ওয়াজ মাহফিলে গেছে। মাহফিল শেষে হলে তারা মাহফিলে খবর পাঠিয়ে জানতে পারে তিনি সেখানে ছিলেন না।

খোঁজা-খুঁজি করে না পাওয়ায় মাহফিলের মাইক থেকে মাইকিংও করা হয়। পরে এলাকার লোকজন গণেশ হাওরে খোঁজার জন্য যায়। গিয়ে দেখে নৌকার বইঠা ভাসছে। পাশেই তাঁর লাশ ভাসছিল। পরে তাঁরা মরদেহ উদ্ধার করেন।

আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, আমরা ঘটনাস্থলে এসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি, পরিবারের দাবি ভিক্কু মিয়ার মৃগী রোগ ছিল। তাই পানিতে পরে মারা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত