Ajker Patrika

প্রায় ৩ ঘন্টা পর ময়মনসিংহ–চট্টগ্রাম–নেত্রকোনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৩: ০৮
Thumbnail image

ময়মনসিংহে চট্টগ্রামগামী ট্রেনের লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল সচল হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন নগরীর কেওয়াটখালী এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, নেত্রকোনার মোহনগঞ্জ ও জারিয়ার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি কেওয়াটখালী এলাকায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও জারিয়ার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে তিনটি ট্রেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত