Ajker Patrika

টিসিবির ১৮০ কেজি চাল বাড়িতে মজুত, বিএনপি নেতা আটক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২: ৫০
টিসিবির ১৮০ কেজি চাল বাড়িতে মজুত, বিএনপি নেতা আটক

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি নেতার বাড়িতে পাওয়া গেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল। এসব পণ্য বেআইনিভাবে বাড়িতে মজুত করার অভিযোগে তাঁকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তি হচ্ছেন পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়া। তিনি একই ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা। তাঁকে আটকের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দেশে কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের কাছে ন্যায্যমূল্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুত করে রেখেছিলেন আবুল হাসেম ভূঁইয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাল্লা গ্রামে আবুল হাসেমের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এ সময় বাড়িতে রাখা টিসিবির ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর তাঁকে আটক করা হয়। পরে আবুল হাসেম ভূঁইয়াকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। 

ওসি মিজানুর রহমান বলেন, আবুল হাসেম ভূঁইয়া থানায় আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া। তিনি বলেন, ‘আটক হওয়ার বিষয় শুনেছি। তিনি দোষী হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত