নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আর এতে নতুন মাত্রা এনেছে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নান্দাইল পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টি।
নান্দাইল আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। অন্যদিকে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচনে লড়ছেন।
নান্দাইল পৌরসভা নির্বাচনে ২০২১ সালে নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচিত হন রফিক উদ্দিন ভূঁইয়া। বীর বেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ২০১৯ সালে ও মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, মুশুল্লী ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু ও জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তবে নৌকা প্রতীকে বিজয়ী এই ছয় ইউপি চেয়ারম্যান ও এক পৌর মেয়র নৌকার মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এ বিষয়ে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের দলীয় যেহেতু কোনো বাধা নেই, তাই পছন্দের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি।’
জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, ‘বর্তমান সংসদ সদস্য আমার ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এলাকার জনগণ সবাই তাঁর পক্ষে। তাই আমি তার বাইরে যেতে পারছি না। যেহেতু দল উন্মুক্ত করে দিছে, এতে তো কোনো বাধা নেই।’
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, ‘নৌকার বিজয়ী প্রত্যেক চেয়ারম্যানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করার জন্য আমরা চিঠি দিয়েছি। এখন তারা নৌকার পক্ষে কাজ না করলে তো কিছু করার নেই।’
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আর এতে নতুন মাত্রা এনেছে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নান্দাইল পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টি।
নান্দাইল আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। অন্যদিকে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচনে লড়ছেন।
নান্দাইল পৌরসভা নির্বাচনে ২০২১ সালে নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচিত হন রফিক উদ্দিন ভূঁইয়া। বীর বেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ২০১৯ সালে ও মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, মুশুল্লী ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু ও জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তবে নৌকা প্রতীকে বিজয়ী এই ছয় ইউপি চেয়ারম্যান ও এক পৌর মেয়র নৌকার মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এ বিষয়ে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের দলীয় যেহেতু কোনো বাধা নেই, তাই পছন্দের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি।’
জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, ‘বর্তমান সংসদ সদস্য আমার ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এলাকার জনগণ সবাই তাঁর পক্ষে। তাই আমি তার বাইরে যেতে পারছি না। যেহেতু দল উন্মুক্ত করে দিছে, এতে তো কোনো বাধা নেই।’
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, ‘নৌকার বিজয়ী প্রত্যেক চেয়ারম্যানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করার জন্য আমরা চিঠি দিয়েছি। এখন তারা নৌকার পক্ষে কাজ না করলে তো কিছু করার নেই।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৮ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে