Ajker Patrika

চলন্ত ট্রেন থেকে ছুটে গেল বগি

বাকৃবি প্রতিনিধি
চলন্ত ট্রেন থেকে ছুটে গেল বগি

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী যাত্রীবাহী ট্রেন তিস্তার ইঞ্জিন থেকে চলন্ত অবস্থায় একটি বগি আলাদা হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্মের সামনে দিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে এ সময় কেউ হতাহত হননি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা ট্রেনটি বাকৃবির ক্যাম্পাস চত্বরে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বগিটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। মূল ট্রেনটি কিছু দূর গিয়ে থেমে পড়ে। আধা ঘণ্টা পর বগিটি মূল ট্রেনের সঙ্গে জোড়া লাগানো হয়েছে। এরপর ট্রেনটি ধীর গতিতে চালিয়ে ময়মনসিংহ স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়। 

আলাদা হয়ে যাওয়া বগিতে থাকা শুভ নামের এক যাত্রী বলেন, ট্রেনটি আগে থেকেই ধীর গতিতে চলছিল। ট্রেনের শেষে থাকা খাবারের বগিটিতে প্রায় ৩০ জনের মতো যাত্রী ছিল। 
 
এ বিষয়ে একাধিকবার ময়মনসিংহ রেলওয়ে সুপারিন্টেন্ডেন্টকে মোবাইল করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত