Ajker Patrika

চাঁদাবাজির সময় দুজনকে ধরে পুলিশে দিলেন মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২১: ৪৪
চাঁদাবাজির সময় দুজনকে ধরে পুলিশে দিলেন মেয়র

সিএনজিচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর শম্ভুগঞ্জ থেকে ফেরার পথে ব্রহ্মপুত্র ব্রিজের সামনে থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সিটি করপোরেশনের নাম করে রাস্তায় চাঁদা আদায় করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, সিটি মেয়র ইকরামুল হক টিটু নগরীর শম্ভুগঞ্জ থেকে কাজ শেষে ফেরার পথে ১০ থেকে ১৫ জন ব্যক্তিকে সংঘবদ্ধভাবে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় করতে দেখেন। তখন তাঁর গানম্যান নাঈমুর রহমান ও সহকারী সিরাজুল ইসলামকে চাঁদাবাজদের ধরতে নির্দেশ দেন। এ সময় তারা দুজন চাঁদাবাজকে আটক করে। বাকিরা পালিয়ে যান।

আটককৃত ব্যক্তিরা হলেন পাটগ্রাম এলাকার আব্দুর রহমান অপু (২৩) এবং শাওন আহমেদ (২১)। পরে আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

মেয়র অবৈধ চাঁদাবাজদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশনের নাম করে রাস্তায় চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে থানায় পাঠিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত