Ajker Patrika

ঘরে ঢুকে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি 
মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ প্রামাণিকের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ প্রামাণিকের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মাদারগঞ্জে ঘরে ঢুকে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে চাচা মাসুদ প্রামাণিক (২৩) নিহত হয়েছেন। গুরুতর আহত ভাতিজা রুবেল প্রামাণিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, চাচা-ভাতিজা বসতঘরে ঘুমিয়ে থাকাবস্থায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ প্রামাণিকের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় ভাতিজা রুবেল প্রামাণিককে প্রথমে মাদারগঞ্জ এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বাবা শোভা প্রামাণিক জানান, রুবেল প্রামাণিকের বড় ভাই বিদেশ থেকে আসছে। তাকে আনার জন্য রাতে তার মা-বাবা  রাজধানীতে  চলে যান। রাতে চাচার সঙ্গে রুবেল ঘুমিয়ে ছিল। সকালে তাদের ডাকাডাকি করে দরজা না খোলায় ভেঙে ঘরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মাসুদ প্রামাণিকের লাশ উদ্ধার করে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘মাসুদ প্রামাণিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রুবেল প্রামাণিক মুমূর্ষু অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছি। তদন্তকাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত