ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা পশুর হাটে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ক্যাশ কাউন্টার থেকে লক্ষাধিক টাকা লুটপাট করা হয়। আজ বুধবার উপজেলার ত্রিমোহনী নতুন বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাটে ছাত্রদল-যুবদলের ১০-১৫ জন এসে ঝামেলা করছিলেন। তবে তাঁরা টাকা নেননি। এখন আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।’
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কোটি টাকা লেনদেনে পশুর হাট ইজারায় অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ ওঠে পৌর প্রশাসন ও বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। পরে বিভাগীয় কমিশনার সমঝোতার টেন্ডারপ্রক্রিয়া বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেন। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।
এরই জেরে আজ পশু কেনা-বেচার সময় ছাত্রদল-যুবদলের ১০-১৫ জন হামলা চালান। হামলাকারীরা ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নেন এবং হাট পরিচালনা না করার হুমকি দেন।
হাটের ইজারাদার তাওসিফ ইবনে মান্নান বলেন, ‘গরু-ছাগলের হাটটি বেশ কয়েক বছর ধরে পরিচালনা করে আসছি আমরা। এবার ১ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ২৮০ টাকার পে-অর্ডার শিডিউলের সঙ্গে যুক্ত করেও জমা দিতে পারিনি। উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান লেবু, শহীদুল ইসলাম শহীদ, জাহাঙ্গীর আলম সোহেল, শাহীন আলম প্রভাব খাটিয়ে শিডিউল জমা দিতে দেননি।
‘পরে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করলে বিভাগীয় কমিশনার পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে আজকে দুপুরে নেতা-কর্মী পাঠিয়ে হাটে হামলা করে আটটি বই ও ক্যাশ কাউন্টার থেকে লক্ষাধিক টাকা লুটে নিয়েছেন। আমাদের হুমকি দিয়েছেন হাট থেকে যেন চলে আসি।’
মান্নান বলেন, ‘তাঁরা আমাদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এসব করছেন। আমরা মূলত ব্যবসায়ী, সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা করতে চাই।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শাহীন আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল বলেন, হাটে ১০-১৫ জন গিয়ে ঝামেলা করেছিল, পরে তাঁদের সিনিয়ররা গিয়ে চড়– থাপ্পড় মেরে নিয়ে এসেছে। তবে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।
ময়মনসিংহের মুক্তাগাছা পশুর হাটে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ক্যাশ কাউন্টার থেকে লক্ষাধিক টাকা লুটপাট করা হয়। আজ বুধবার উপজেলার ত্রিমোহনী নতুন বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাটে ছাত্রদল-যুবদলের ১০-১৫ জন এসে ঝামেলা করছিলেন। তবে তাঁরা টাকা নেননি। এখন আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।’
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কোটি টাকা লেনদেনে পশুর হাট ইজারায় অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ ওঠে পৌর প্রশাসন ও বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। পরে বিভাগীয় কমিশনার সমঝোতার টেন্ডারপ্রক্রিয়া বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেন। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।
এরই জেরে আজ পশু কেনা-বেচার সময় ছাত্রদল-যুবদলের ১০-১৫ জন হামলা চালান। হামলাকারীরা ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নেন এবং হাট পরিচালনা না করার হুমকি দেন।
হাটের ইজারাদার তাওসিফ ইবনে মান্নান বলেন, ‘গরু-ছাগলের হাটটি বেশ কয়েক বছর ধরে পরিচালনা করে আসছি আমরা। এবার ১ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ২৮০ টাকার পে-অর্ডার শিডিউলের সঙ্গে যুক্ত করেও জমা দিতে পারিনি। উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান লেবু, শহীদুল ইসলাম শহীদ, জাহাঙ্গীর আলম সোহেল, শাহীন আলম প্রভাব খাটিয়ে শিডিউল জমা দিতে দেননি।
‘পরে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করলে বিভাগীয় কমিশনার পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে আজকে দুপুরে নেতা-কর্মী পাঠিয়ে হাটে হামলা করে আটটি বই ও ক্যাশ কাউন্টার থেকে লক্ষাধিক টাকা লুটে নিয়েছেন। আমাদের হুমকি দিয়েছেন হাট থেকে যেন চলে আসি।’
মান্নান বলেন, ‘তাঁরা আমাদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এসব করছেন। আমরা মূলত ব্যবসায়ী, সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা করতে চাই।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শাহীন আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল বলেন, হাটে ১০-১৫ জন গিয়ে ঝামেলা করেছিল, পরে তাঁদের সিনিয়ররা গিয়ে চড়– থাপ্পড় মেরে নিয়ে এসেছে। তবে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা ও গৃহকর্তাদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে।
৯ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
১৫ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
৩১ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে