Ajker Patrika

নেত্রকোনায় নিখোঁজ ব্যক্তির লাশ মিলল পুকুরে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম আলী ওসমান (৫২)। তিনি একই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী ওসমানের মানসিক সমস্যা ছিল। গত ১৫ ডিসেম্বর পূর্ব বাকলজোড়া গ্রামের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান আলী ওসমান। এরপর সেখান থেকে তিনি এশার নামাজের অজু করার জন্য বের হয়ে আর বাসায় ফেরেনি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। আজ মঙ্গলবার দুপুরে পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় আলী ওসমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, আলী ওসমানের মানসিক সমস্যা ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত