Ajker Patrika

দেবরের বিরুদ্ধে ভাবিকে হত্যার অভিযোগ

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৬: ৩৩
দেবরের বিরুদ্ধে ভাবিকে হত্যার অভিযোগ

দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে দেবর মোস্তাক আহাম্মেদের রডের আঘাতে আপন বড় ভাইয়ের স্ত্রী ফুলেরা বেগমের (৩৫) মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাদেশশারিয়া বাড়ি গুজিমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।

দেওয়ানগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাতে আবু কালামের স্ত্রী ফুলেরা বেগমের সঙ্গে ঝগড়া হয় ছোট ভাই মোস্তাক আহাম্মেদের স্ত্রী স্বপ্নার। এই ঝগড়াকে কেন্দ্র করে মধ্য রাতে আবু কালামের ঘরে ঢুকে মোস্তাক ও তাঁর স্ত্রী স্বপ্না লোহার রড দিয়ে ফুলেরা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। আহত ফুলেরা বেগমকে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে মারা যান ফুলেরা বেগম।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর গৃহবধূর মৃত্যুর খবরটি সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আহত ফুলেরা বেগম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি, হত্যা ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত