Ajker Patrika

আসুন, ঈশ্বরগঞ্জ আ.লীগকে সুসংগঠিত করি: এমপি সুমন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২৩: ১৪
Thumbnail image

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি মাহমুদ হাসান সুমন বলেছেন, ‘যাঁরা এত দিন বিএনপির টাকা খেয়ে আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, আমি তাঁদের উদ্দেশে বলছি, আপনাদের এখনো সুযোগ রয়েছে। আসুন, আমরা সম্মিলিতভাবে কাজ করে ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত করি।’ 

আজ বুধবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাঠবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

মাহমুদ হাসান সুমন বলেন, ‘আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী। যাঁরা এত দিন বিএনপির টাকা খেয়ে আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, আমি তাঁদের উদ্দেশে বলছি, আপনাদের এখনো সুযোগ রয়েছে। আসুন, আমরা সম্মিলিতভাবে কাজ করে ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত করি। আর যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন, সমস্যা নেই। আমি ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করব এবং ঈশ্বরগঞ্জের মানচিত্রে যেন উন্নয়নের চিত্র ফুটে ওঠে, সে লক্ষ্যে কাজ করব।’ 

উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহমুদ হাসান সুমন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের পরপর দুবারের চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দ্বাদশ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ঈশ্বরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী হন। 

এদিকে ঈশ্বরগঞ্জ আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে লাঙ্গল প্রতীকের প্রার্থী ফখরুল ইমামকে মনোনীত করেন। ওই অবস্থায় লাঙ্গলের পক্ষে এককাট্টা হয়ে কাজ করে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বৃহৎ একটি অংশ। কিন্তু স্থানীয় জনগণ মাহমুদ হাসান সুমনকে (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত