ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদরের চুরখাই উইনারপাড় এলাকায় লিখন মিয়া (২৭) নামে এক ক্যাবল অপারেটরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেল্ট প্যাচানো অবস্থায় একই গ্রামের কিশোরীর ঘরের জানালার পাশ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রেমিকার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। তবে কিশোরীর পরিবার বলছে, প্রেম প্রত্যাখ্যান করায় যুবকটি গলায় ফাঁস নিয়েছে। লিখন মিয়া চুরখাই উইনারপাড় গ্রামের ফজলুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, লিখন আত্মহত্যা করেছে বলে রাতে মোবাইল ফোনে তাঁর স্বজনদের জানায় কিশোরীর পরিবার। পরে নিহতের স্বজনেরা গিয়ে লিখনের গলায় প্যান্টের বেল্ট প্যাচানো অবস্থায় মরদেহটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কিশোরী ও তার পরিবার জানায়, গত দুই বছর ধরে লিখন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি ৮ম শ্রেণির শিক্ষার্থী। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এর আগেও তিনবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল লিখন। গতকাল বৃহস্পতিবার রাতেও মেয়েটির বাড়িতে এসে প্রেমের প্রস্তাব দিতে থাকে। তাঁর প্রস্তাবে সাড়া না দেওয়ায় হঠাৎ করে ঘরের জানালার শিকে নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর মেয়েটি লিখনের কোনো সাড়াশব্দ না পেয়ে গৃহস্থালি দা দিয়ে বেল্টটি কেটে দেয় এবং নিহতের পরিবারকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করে বলে জানায় মেয়েটির পরিবার।
তবে নিহতের পরিবারের দাবি, কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে লিখনকে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে, তবে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে ও তার মাকে থানায় নেওয়া হয়েছে। তবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
ময়মনসিংহ সদরের চুরখাই উইনারপাড় এলাকায় লিখন মিয়া (২৭) নামে এক ক্যাবল অপারেটরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেল্ট প্যাচানো অবস্থায় একই গ্রামের কিশোরীর ঘরের জানালার পাশ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রেমিকার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। তবে কিশোরীর পরিবার বলছে, প্রেম প্রত্যাখ্যান করায় যুবকটি গলায় ফাঁস নিয়েছে। লিখন মিয়া চুরখাই উইনারপাড় গ্রামের ফজলুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, লিখন আত্মহত্যা করেছে বলে রাতে মোবাইল ফোনে তাঁর স্বজনদের জানায় কিশোরীর পরিবার। পরে নিহতের স্বজনেরা গিয়ে লিখনের গলায় প্যান্টের বেল্ট প্যাচানো অবস্থায় মরদেহটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কিশোরী ও তার পরিবার জানায়, গত দুই বছর ধরে লিখন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি ৮ম শ্রেণির শিক্ষার্থী। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এর আগেও তিনবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল লিখন। গতকাল বৃহস্পতিবার রাতেও মেয়েটির বাড়িতে এসে প্রেমের প্রস্তাব দিতে থাকে। তাঁর প্রস্তাবে সাড়া না দেওয়ায় হঠাৎ করে ঘরের জানালার শিকে নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর মেয়েটি লিখনের কোনো সাড়াশব্দ না পেয়ে গৃহস্থালি দা দিয়ে বেল্টটি কেটে দেয় এবং নিহতের পরিবারকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করে বলে জানায় মেয়েটির পরিবার।
তবে নিহতের পরিবারের দাবি, কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে লিখনকে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে, তবে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে ও তার মাকে থানায় নেওয়া হয়েছে। তবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেমানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।
২৫ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে।’ আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
২৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবার বিষমুক্ত আম চাষাবাদ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় এই চাষাবাদকে বলা হচ্ছে ‘উত্তম কৃষি চর্চা’ বা GAP (Good Agricultural Practices) পদ্ধতি।
২৮ মিনিট আগে