Ajker Patrika

মেয়েকে গলাকেটে হত্যা করল মা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
মেয়েকে গলাকেটে হত্যা করল মা

ফুলবাড়িয়া উপজেলার দাওশা গ্রামে চার বছর বয়সের শিশু কন্যা মাহমুদাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে মা নাজমা আক্তার। আজ বৃহস্পতিবার দুপুরে ঘাতক মা নাজমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুটিজানা ইউনিয়নের দাওশা গ্রামের হযরত আলী মেয়ে নাজমা আক্তারের বিয়ে হয় মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে রমজান আলীর কাছে। স্বামী রজমান আলী মাদক ও জুয়া খেলায় আসক্ত থাকায় গত চার বছর আগে তিন মাসের গর্ভবতী অবস্থায় বাবার বাড়িতে চলে আসেন নাজমা। সেখানেই তিনি সন্তান নিয়ে বসবাস করছিল। গত তিন বছর যাবৎ নাজমা আক্তার মানসিক রোগী। মাঝে মধ্যে তাঁকে বাড়িতে শিকল দিয়ে পায়ে বেঁধে রাখা হয়। গত তিন মাস যাবৎ কিছুটা ভালো হলে তাঁর পায়ের শিকল খুলে দেয় পরিবারের লোকজন। আজ বৃহস্পতিবার সকালে মাহমুদা নানার বাড়ির পাশে উঠানে খেলা করছিল। মা নাজমা আক্তার কাস্তে হাতে নিয়ে উঠানেই নিজের মেয়েকে জবাই করে ছোটাছুটি করছিল। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। 

ফুলবাড়িয়া থানার এসআই মো. হানিফ উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মা নাজমা আক্তার পাগল, তিন মাস আগেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিছুটা ভালো হওয়ায় পায়ের শিকল খোলে দেওয়া হয়, গতকাল সকালে নিজের মেয়েকে জবাই করে।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করে দুপুরেই ঘাতক মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত