মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় এক শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার মদন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবিদা (১৪)।
আবিদা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজ টিকা নিতে মদন হাসপাতালে যান। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদাকে পরপর ৪ ডোজ ভ্যাকসিন দেয়। পরে আবিদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়েকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে জানাতে গেলে, তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ—বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।
আবিদাকে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগ পেয়েছেন উল্লেখ করে দায়িত্বরত ডাক্তার রিফাত সাঈদ বলেন, ‘কোনো নার্স শিক্ষার্থীকে ৪ ডোজ ভ্যাকসিন দিয়েছে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর জানান, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সকল নার্সদের সর্তক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
নেত্রকোনায় এক শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার মদন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবিদা (১৪)।
আবিদা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজ টিকা নিতে মদন হাসপাতালে যান। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদাকে পরপর ৪ ডোজ ভ্যাকসিন দেয়। পরে আবিদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়েকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে জানাতে গেলে, তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ—বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।
আবিদাকে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগ পেয়েছেন উল্লেখ করে দায়িত্বরত ডাক্তার রিফাত সাঈদ বলেন, ‘কোনো নার্স শিক্ষার্থীকে ৪ ডোজ ভ্যাকসিন দিয়েছে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর জানান, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সকল নার্সদের সর্তক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
বিমান বাহিনী পরিচালিত সকল স্কুলসমূহে গত সোমবার (২১-৭-২০২৫) মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগেঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীবরণ ও বিদায় জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
২ ঘণ্টা আগেযুবককে বলতে শোনা যায়, ‘সোজা কথা, যারে ভালো লাগবে, তারে কোপামু। যারে যেখানে ভালো লাগবে, তারে সেখানে কোপামু।’ ওই যুবকের পরিচয় জানা গেছে। তাঁর নাম মিরাজ। তিনি ধামুরা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
৩ ঘণ্টা আগেইসলামী ব্যাংকের খুলনার ফুলতলা শাখার স্টোর রুমে গ্রাহকের চোখ ও মুখ বেঁধে হাতুড়ি দিয়ে পেটানো ও প্লায়ার্স দিয়ে নখ তোলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন।
৩ ঘণ্টা আগে