Ajker Patrika

বস্তাবন্দী লাশের খবর পেয়ে পুলিশ এসে দেখল মৃত কুকুর

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
বস্তাবন্দী লাশের খবর পেয়ে পুলিশ এসে দেখল মৃত কুকুর

বস্তাবন্দী কি যেন পড়ে আছে শেরপুরের নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্ক এলাকার সড়কের পাশে। ভনভন করে মাছি উড়ছে একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এমন অবস্থায় বস্তায় মৃত লাশ ভেবে ৯৯৯ এ কল করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে বস্তা খুলে দেখেন লাশ নয় একটি মৃত কুকুর। 

ঘটনাটি ঘটেছে আজ রোববার উপজেলার সীমান্তবর্তী পশ্চিম সমশ্চুড়া এলাকায়। 

পুলিশ ও এলাকাবাসী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হয় ওই বস্তাবন্দী ছবি। এমন খবরে মুহূর্তের মধ্যে শত শত মানুষ ভিড় করেন ওই জায়গায়। পরে পুলিশ এসে বস্তা খুলে দেখেন আসলে এটি কোনো মানুষের লাশ নয়। এটি একটি মৃত কুকুরকে বস্তাবন্দী করে কে বা কারা সীমান্ত সড়কের পাশে ধানখেতে ফেলে রেখে গেছে। 

নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সালাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি মানুষের লাশ নয়। কে যেন একটি কুকুরকে মেরে বস্তাবন্দী করে ধানখেতে ফেলে রেখেছে। এ নিয়ে কিছু উৎসুক মানুষ ওই বস্তাবন্দী ছবি তুলে নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা পোস্ট করে বিভ্রান্তি ছড়ায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত