নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, ‘বাংলাদেশ থেকে ছাত্র–জনতার অভেদ্য আন্দোলনের মুখে এক স্বৈরাচারী সরকার পালিয়েছে। নতুন করে কেউ স্বৈরাচার হওয়ার অপচেষ্টা করবেন না। এ ধরনের অপচেষ্টা করলে সিপিবি রক্ত দিয়ে তা আটকাবে।’
আজ শনিবার নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে অন্যায়-অত্যাচার, প্রশাসনের নীরব ভূমিকা, সিন্ডিকেট, দখলদারত্ব ও কালোবাজারির বিরুদ্ধে আওয়াজ তুলতে এই জনসভার আয়োজন করা হয়।
সিপিবি সভাপতি বলেন, ‘আওয়ামী শাসনামলে জনগণের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। জনগণকে বঞ্চিত রাখা হয়েছিল ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার থেকে।
‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনতার বিজয়ের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে—দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর জন্য কালক্ষেপণ না করে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করতে হবে।’
মোহাম্মদ শাহ আলম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত স্বৈরাচার-ফ্যাসিস্ট শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী বিদেশি শক্তিসহ দেশের ভেতরের বাংলাদেশবিরোধী নানা শক্তি অপতৎপরতা চালাচ্ছে।
‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সাম্প্রদায়িক হামলা, নানা অপশক্তির আস্ফালন, পাল্টা দখলদারত্ব এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার বিরুদ্ধে সরকারকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
সিপিবির জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সহসাধারণ সম্পাদক কোহিনুর বেগম প্রমুখ।
পরে সিপিবির নেতা-কর্মীরা লাল পতাকা মিছিল বের করা হয়। এই সময় ৯ দফা দাবি উত্থাপন করে লিফলেট বিতরণ করেন তাঁরা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, ‘বাংলাদেশ থেকে ছাত্র–জনতার অভেদ্য আন্দোলনের মুখে এক স্বৈরাচারী সরকার পালিয়েছে। নতুন করে কেউ স্বৈরাচার হওয়ার অপচেষ্টা করবেন না। এ ধরনের অপচেষ্টা করলে সিপিবি রক্ত দিয়ে তা আটকাবে।’
আজ শনিবার নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে অন্যায়-অত্যাচার, প্রশাসনের নীরব ভূমিকা, সিন্ডিকেট, দখলদারত্ব ও কালোবাজারির বিরুদ্ধে আওয়াজ তুলতে এই জনসভার আয়োজন করা হয়।
সিপিবি সভাপতি বলেন, ‘আওয়ামী শাসনামলে জনগণের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। জনগণকে বঞ্চিত রাখা হয়েছিল ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার থেকে।
‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনতার বিজয়ের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে—দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর জন্য কালক্ষেপণ না করে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করতে হবে।’
মোহাম্মদ শাহ আলম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত স্বৈরাচার-ফ্যাসিস্ট শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী বিদেশি শক্তিসহ দেশের ভেতরের বাংলাদেশবিরোধী নানা শক্তি অপতৎপরতা চালাচ্ছে।
‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সাম্প্রদায়িক হামলা, নানা অপশক্তির আস্ফালন, পাল্টা দখলদারত্ব এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার বিরুদ্ধে সরকারকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
সিপিবির জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সহসাধারণ সম্পাদক কোহিনুর বেগম প্রমুখ।
পরে সিপিবির নেতা-কর্মীরা লাল পতাকা মিছিল বের করা হয়। এই সময় ৯ দফা দাবি উত্থাপন করে লিফলেট বিতরণ করেন তাঁরা।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে