Ajker Patrika

ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি
কঙ্কাল চুরির অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি: আজকের পত্রিকা
কঙ্কাল চুরির অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের মুক্তাগাছায় কবর খুঁড়ে তুলে আনা মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা কবর থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। তাঁরা বিভিন্ন এলাকায় গোরস্থান থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মুক্তাগাছা পৌরসভা গেইটের সামনে বস্তায় করে কঙ্কাল নিয়ে পাচারের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তাদের কাছে থাকা বস্তায় মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তাদের গ্রেপ্তার করে।

এদিকে বেশ কিছুদিন ধরেই মুক্তাগাছার বিভিন্ন গোরস্থান থেকে কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটছিল। গ্রেপ্তারকৃতদের বহন করা বস্তায় দুজন মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪ টি, পাজরের হাড় ৩০ টি, কোমড়ের হাড় ৪ টি, মেরুদন্ডের নিচের হাড় ২ টি, কাঁধের হাড় ৪ টি, থুতনী/চোয়ালের হাড় ২ টি, মেরুদন্ডের হাড়/কশোরুকা ৩২ টি, হাত ও পায়ের আঙ্গুলের হাড় ২২ টি, হাত ও পায়ের জয়েন্ট/গিরা অংশ বিশেষ ১৬টি হাড় পাওয়া যায়। তারা বস্তায় করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, চোরচক্রের সক্রিয় সদস্যরা কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানা, ঢাকার রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত আন্তজেলা কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত